ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাঁচবিবিতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২২, ১৮:৪৬

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৫০৯ ইয়াবা ট্যাবলেট ও ১৫ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার (২০ নভেম্বর) রাতে পাঁচবিবি পৌরসভার সোনাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বালিঘাটা বাজারের মৃত আলী হোসেনের ছেলে জামাল হোসেন(৫০) ও একই এলাকার আব্দুর রহমান শেখের ছেলে শেখ রানা (৩০)।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, পৌর শহরের সোনারপট্টি এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট ও বুপ্রেনরফিন ইঞ্জেকশন কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের হাতে-নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন বেচাকেনার বিষয়টি স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক আইনে মামলা করা হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ