ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২২, ১৫:৫০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও টেকনাফ সাবরাং টুরিজম পার্ক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের শিল্প ও অবকাঠামোর উদ্বোধন করেন।

এ উপলক্ষে কক্সবাজারের টেকনাফ সাবরাং প্রান্তে বেজা আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, কক্মবাজার রামু আসনের সাইমন সরুয়ার কমল, উখিয়া টেকনাফ আসনের শাহীন আক্তার চৌধুরী,কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, কক্সবাজার মেয়র মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলার নির্বাহী অফিসার মো কামরুল জামান, সহকারী কমিশনার ভূমি মো. এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ, সাবরাং, বাহারছড়া ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ