ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেতাগীতে ৬শ’ হাত দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২২, ২০:২৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ২০:৩৭

আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি সমর্থকেরা নিজেদের সমর্থন-ভালোবাসা প্রকাশ করছে নানান আঙ্গিকে।

তেমনি বরগুনার বেতাগী পৌর শহরে ব্রাজিলের ভক্তরা ৬'শ হাতের বিশাল পতাকা টাঙ্গিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। স্থানীয় ব্রাজিলের সমর্থকরা সমন্বয় করে এ আয়োজন করেন। বেতাগীর বুকে এমন বিশাল পতাকা এর আগে কখনো উড়েনি। তাই ভিন্নধর্মী এই আয়োজন দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসেন ব্রাজিল সমর্থকরা।

ব্রাজিলের বিশাল পতাকা প্রদর্শনের বিষয়ে সমর্থক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম সাগর জানান, কাতার ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে। ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন তারা। তাদের বিশ্বাস- ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে।

৬'শ হাতের ব্রাজিলিয়ান পতাকা দেখতে আসা দেবাশীষ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ব্রাজিলের পতাকা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বেতাগী উপজেলা ৬'শ হাত দৈর্ঘ্যের পতাকা তৈরি হয়েছে। সবার মধ্যে এ নিয়ে আলোচনায় পতাকাটি দেখতে এসেছি।

ব্রাজিলের সমর্থক মিজান খান, তারেক খান ও বাবু আকন বলেন, ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকে দীর্ঘ পতাকা তৈরি করা হয়েছে। পাশাপাশি এলাকার যুবকদের মাদক থেকে সরিয়ে আনতে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করার অংশ হিসেবে দীর্ঘ পতাকা নিয়ে শোডাউন করা হয়। তাদের আশা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ব্রাজিল দল।

রিয়াজুল কবির বাবু বলেন, ফুটবলের রাজা পেলের ইতিহাস এবং রোনাল্ডো ও রোনালদিনহোর শৈল্পিক খেলা তাকে আকৃষ্ট করেছে।

তার মতে, ব্রাজিল হচ্ছে ফুটবলের সৌন্দর্য। সৃষ্টিশীল, ছন্দময় ও নান্দনিক ফুটবলের জন্য ব্রাজিলই সেরা। এবারের বিশ্বকাপ ব্রাজিল জিতবে বলেও অভিব্যক্তি প্রকাশ করেন এই ব্রাজিল প্রেমিক।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ