বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জাকিয়া সুলতানা (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কুন্দগ্রাম কুশাবড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১৯ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত জাকিয়া সুলতানা ওই গ্রামের ইসাহাক প্রামাণিকের স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিমান করে উপজেলা কুন্দগ্রাম কুশাবড়ি গ্রামে তার স্বামীর বাড়িতে শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ওই রাতেই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে মর্গে পাঠানো হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ