বাজারে উঠেছে নতুন জাতের আলু। তবে দাম ১২০ টাকা কেজি। শুনতে যেমন অবাক তেমনি অবিশ্বাস্যও বটে। তবে এই দামেই দিনাজপুরের হিলি বাজারে বিক্রি হচ্ছে নতুন জাতের আলু।
এদিকে বছরের নতুন আলু দেখে খুশি ক্রেতারা, দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। তবে সপ্তাহখানেক পর দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
হিলির বিভিন্ন বাজারে দেখা যায়, বছরের প্রথম আগাম জাতের আলু বাজারে কয়েকটি দোকানে তোলা হয়েছে। ১২০ টাকা কেজি হিসাবে এসব আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী পাঁচবিবির হাট থেকে ১০০ টাকা কেজি পাইকারি কিনে আনছেন তারা। দাম নাগালের মধ্যে না থাকলেও শখের বশে অনেকেই কিনছেন এই নতুন আলু।
ব্যবসায়ীরা জানান, দাম বেশি হলেও অনেকেই কিনছেন। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ