টাঙ্গাইলে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বরে এ মেলা শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসান হাবীব। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ৬২টি স্টল বসেছে। এসব স্টলে বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী তুলে ধরেন। শনিবার এ মেলা শেষ হবে।
জেলা প্রশাসক আতাউল গনি বলেন, চতুর্থ বিপ্লব এবং ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষে এ মেলার আয়োজন। মেলায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী তুলে ধরেছেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ