মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এ উপলক্ষে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উদ্বোধন করা হয়। এতে জেলা পুনকের সভানেত্রী আমিনা রহমান মুন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
এরপর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৪ জন অভিজ্ঞ মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চর্মরোগ, কনসালটেন্ট সার্জারি, শিশু ও ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন। সে সঙ্গে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, সিভিল সার্জন মো. মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ডক্টর মোহম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, বিএমএর সভাপতি ডা. মো. আক্তার হোসেন বাপ্পি।
এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, ওসি আলমগীর হোসাইন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, বৌলতলী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক রাজিব, উপজেলা যুবলীগের নেতা রিয়াদ ঢালী বাবু, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল হোসেন নিরব প্রমুখ।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ