ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির সমাবেশ, হবিগঞ্জে পরিবহন ধর্মঘট

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২২, ১৪:৪২

চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে চলছে সিলেট বিএনপি আয়োজিত ১৯ নভেম্বর গণসমাবেশের প্রস্তুতি। বিভাগীয় এ সমাবেশকে ঘিরে সিলেটে চাপা উত্তেজনা ও শঙ্কা বিরাজ করছে।

এদিকে বিএনপির সমাবেশের আগেই হবিগঞ্জ জেলায় আগামীকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে মালিক সমিতি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে পৌর বাস টার্মিনালের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান।

তিনি বলেন, সিলেটের গণসমাবেশের সাথে আমাদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের কয়েকটি বাস আজকে ফিরিয়ে দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা মালিক-শ্রমিক মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে নবীগঞ্জের প্রশাসন ও পৌরসভা আমাদের বাস-মিনিবাস চলাচলে বাধা দিয়ে আসছে। তাই আরো আগে থেকেই ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছিল।

হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী বলেন, একের পর হবিগঞ্জের লোকাল রুটগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই আমরা মালিক-শ্রমিকরা মিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ