ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভেজাল মধু তৈরির সরঞ্জামসহ ২০ মণ মধু জব্দ

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২২, ১২:৪৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২, ১৩:০৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন মথুরাপুর এলাকা থেকে ১৬টি ড্রামে সংরক্ষিত প্রায় ২০ মণ ভেজাল মধু জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফুল ইসলামের বাড়ি থেকে এসব মধু জব্দ করে।

এ সময় চিনি জ্বালিয়ে তৈরি মধু ও মধুর ঘনত্ব বৃদ্ধির কাজে ব্যবহৃত ইউরিয়া সার, ফিটকিরি, জেলি, খাবার সোডাসহ অপরিচিত বিশেষ এক ধরনের তরল পদার্থ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবরে ভেজাল মধু তৈরি চক্রের মূল হোতা আশরাফুল ও তার পিতা আব্দুর রশিদ পালিয়ে যান।

পরে জব্দ করা মধুসহ উদ্ধার হওয়া সরঞ্জামাদি শ্যামনগর থানায় নেয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয় এবং জব্দ করা মধু পানিতে ফেলে বিনষ্ট করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ