ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় চালক আটক

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২২, ২৩:২২

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ চারজন নিহতের ঘটনায় সেই বাস চালক মো. সোহেলকে (৩৩) আটক করেছে র‌্যাব-৮।

বুধবার (১৬ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, র‌্যাবের-৮ সিপিসি-২ ক্যাম্প ফরিদপুর অভিযান পরিচালনা করে দুর্ঘটনায় শিকার সাকুরা পরিবহনের পলাতক ওই বাসচালককে ঢাকা জেলার মিরপুর দারুস সালাম থানার উত্তর বাঘবাড়ি এলাকা থেকে আটক করে।

আটক মো. সোহেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঢাকা জেলার মিরপুর থানার আনন্দ নগর এলাকার ফারুক মজুমদারের ছেলে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর দিবাগত রাত ৩ টা ২০ মিনিটে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ চারজন নিহত হন। ঘটনাস্থলেই দুইজন ও ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আরও দুইজন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক সোহানুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকে পলাতক বাসের হেল্পার ও চালককে আটকের অভিযান অব্যাহত ছিল। র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতায় চালককে আটক করা হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর হেল্পারকে আটক করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ