সিলেটের ওসমানীনগরে বিএনপির গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রচারপত্র বিতরণকালে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ। এ আয়োজন সফল করার লক্ষ্যে ওসমানীনগর উপজেলার শেরপুর থেকে দয়ামীর পর্যন্ত প্রচারপত্র বিতরণ করছিলেন তাহসিনা রুশদী লুনা। পথে বিভিন্ন স্থানে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন তিনি।
বিকেলে নেতাকর্মীদের নিয়ে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় গেলে লুনার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
ইলিয়াস পত্নী বলেন, পূর্ব নির্ধারিত প্রচারপত্র বিতরণ কর্মসূচি শুরুর দিকে আমরা ওসমানীনগর থানা পুলিশকে জানাই। দুটি স্থানে প্রচারপত্র বিতরণ শেষে গোয়ালাবাজার এলাকায় এসে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এ সময় তাদের অতিক্রম করে প্রচারপত্র বিলি শেষে গাড়িতে উঠতেই ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করেছে। এসময় আমার কয়েকজন নেতাকর্মী আহত হন।
তিনি অভিযোগ করে বলেন, পরে পুলিশ বলে আমরাই নাকি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছি। তখন তাদের বললাম, আপনাদের সামনেই তো হামলা হলো? কি করেছে, এখন আবার উল্টো বলছেন। পরে আমার গাড়ির ছবি তুলে আমাকে চলে যেতে বলে। আমি চলে আসার সময় আমার বহরের পেছন থেকে তিন নেতাকর্মীকে নিয়ে যায় পুলিশ। এখনও দুজনকে আটকে রেখেছে।
এদিকে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে গোয়ালাবাজারে যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে যুবলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার আগে তাদের নিয়ে গোয়ালাবাজারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে কেক কাটা হচ্ছিল। তখন বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর স্ত্রীর উপস্থিতিতে হামলা করে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির দুজনকে আটক করা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ