আড়িয়াল খাঁ নদ সংলগ্ন মাদারীপুরের শিবচর ও ফরিদপুরের ভাঙ্গা-সদরপুরে ৩ হাজার একর জমিতে এশিয়ার বৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণ হবে বলে জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব তথ্য জানান চীফ হুইপ ও প্রতিমন্ত্রী।
এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন প্রতিমন্ত্রী ও চীফ হুইপ শিবচর পৌরসভার জিমনেসিয়াম কাম ইনডোর স্টেডিয়ামের স্থান ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। বিকেলে হাতির বাগান মাঠে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আড়িয়াল খা নদ সংলগ্ন এলাকার ৩৩শ একর জমির ওপর শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য সম্ভাবতা যাচাই চলছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট পেলে কোথায় কোন স্থাপনা হবে, তা নির্ধারণ করা হবে। এ প্রকল্পটি শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে। এখানে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে। এখানে মাঠ, জিমনেশিয়াম, গলফ, আবাসন ব্যবস্থাসহ সকল কিছু এখানে থাকবে। ক্রিকেট, ফুটবলের শুধু মাঠই নয়, প্রাকটিস মাঠও আলাদা থাকবে। সকল ধরনের খেলার ইনডোর প্রাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ্বমানের শেখ হাসিনা স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এখানে স্পোর্টস সিটি নির্মাণ হলে অর্থনৈতিক চাঞ্চল্যও সৃষ্টি হবে ও কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখানে যাদের বাড়ি ঘর পড়বে, তাদের পুনঃবাসনের আওতায় আনা হবে। পদ্মা সেতুতে ক্ষতিগ্রস্তদের যেভাবে পুনঃবাসন করা হয়েছে, এখানেও ক্ষতিগ্রস্তদের পুনঃবাসিত করা হবে। প্রকল্পটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্পোর্টস সিটি শুধু এ এলাকায় নয়, সারাদেশেই অর্থনৈতিক পরিবর্তন আনবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ