‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা সপ্তাহের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন। এ সময় অতিথিরা ফায়ার সার্ভিসের বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক সরঞ্জাম প্রদর্শনী মহড়া পরিদর্শন করেন।
পরে ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্যে রাখেন, প্যারেট কমান্ডার খাদেমুল হাসান, ওবায়দুল্লাহ রবিনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ফায়ার স্টেশনের সকল ফায়ার ফাইটারসহ সাংবাদিক ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা সপ্তাহ পালিত হয়েছে। পরে স্টেশন কর্মকর্তা হেমায়েল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, এ সময় আরও বক্তব্যে রাখেন, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হাসান প্রমুখ।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ