চট্টগ্রামের বাঁশখালী থেকে দেশি প্রযুক্তিতে তৈরি ১টি ওয়ান শুটারগান, ২টি কার্তুজসহ মোহাম্মদ বোরহান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (১৪ নভেম্বর) বিকালে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বাঁশখালী উপজেলার পশ্চিম পালেগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মুহাম্মদ বোরহান (২৮) বাঁশখালী উপজেলার পালেগ্রাম এলাকার জাফর আহমেদের ছেলে।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান অবৈধ অস্ত্রটি দিয়ে বাঁশখালীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাকেনা ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করত। নানা তথ্য ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ১টি মামলা পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
নতাশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ