ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বন্য হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১২:৩৮

নেত্রকোনার কলমাকান্দায় ফসল রক্ষায় বন্য হাতি তাড়াতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত কৃষক মো. নুরুল ইসলাম (৩৫) উপজেলার রংছাতি ইউনিয়নের সন্নাসী পাড়ার মফিজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান। তিনি জানান, সোমবার রাত ১০ দিকে একদল বন্য হাতি কৃষকদের ফসলের মাঠে হানা দেয়। পরে ফসল রক্ষায় আট-নয় জন বন্য হাতি তাড়াতে মাঠে অবস্থান নেয়। এ সময় হাতির দলের ধাওয়া খেয়ে অন্যরা পালাতে পারলেও নুরুল ইসলাম হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে অন্য কৃষকদের চিৎকারে গ্রামবাসী ধাওয়া করলে ভারতের পাহাড়ে চলে যায় হাতির দল। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ