ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এসিল্যান্ড

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ০৮:০০

ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়েছেন পটুয়াখালীর কলাপাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। আহত এসিল্যান্ডকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসিল্যান্ড আবু বকর সিদ্দিক টাঙ্গাইলের মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ের প্রশিক্ষণার্থী।

পুলিশ জানায়, সোমবার (১৪ নভেম্বর) দিবাগত পৌনে ১২টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় আবু বকর সিদ্দিককে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা সব নিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পালিয়ে যায় তারা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ