ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

চাঁদপুরে ১২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২১, ১৬:৪৩

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কাপড়পট্টিতে বিশেষ অভিযান চালিয়ে ১২ কোটি টাকা মূল্যমানের ৩৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪৭০ পিস মাছ ধরা চাই (ফাঁদ) ও দুই ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লে. শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে পরিচালনা করা হয়। এ সময় ওই বাজারের দুটি দোকান এবং দুটি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিস চাইসহ ০২ জন জাল ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭১ লক্ষ ৪৫ হাজার টাকা। অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

পরবর্তীতে আটক দুই জাল ব্যবসায়ীকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ