ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২২, ১৫:১৭

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইদ হোসেন (৪৫) নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কেষ্টপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইদ হোসেন শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কেষ্টপুর গ্রামের বর্তমান মেম্বার আব্দুল মান্নান ও সাবেক মেম্বার আশার মধ্যে বিরোধ চলে আসছিল। আব্দুল মান্নানের সমর্থক তরিকুল ইসলাম সকালে পার্শ্ববর্তী বিএলকে বাজারে তেল আনতে যায়। এসময় সাবেক মেম্বর আশার লোকজন তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। এই ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদ হোসেনকে মৃত বলে ঘোষনা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ