ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরিশালে অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২১, ১১:৪০

বরিশালের আগৈলঝাড়ায় শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে দুই সন্তানের জনক। মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার রাহুতপাড়া গ্রামের হরিপদ সরকারের ছেলে দুই সন্তানের জনক স্বপন সরকার (৪৫) শারীরিক অসুস্থ্যতার কারণে ঘরে থাকা কীটনাশক পান করে।

স্বপন সরকারের ছেলে শাওন সরকার জানান, অনেকদিন যাবৎ আমার পিতা অসুস্থ্য অবস্থায় রয়েছে। গত এক সপ্তাহ আগেও তাঁকে অসুস্থ্যতার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেই। পরে বাড়িতে আসার পর থেকেই শারীরিক অসুস্থ্যতার জন্য ছটফট করতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতে সে ঘরে থাকা কীটনাশক পান করে।

তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ