ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে দাগনভূঞায় মানববন্ধন

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২২, ২১:০২

ফেনীর সোনাগাজীর জমাদার বাজারে বোমা ফাটিয়ে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনায় গুরুতর আহত দোকান মালিক অর্জুন চন্দ্র ভাদুড়ির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রোববার (১৩ নভেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফেনীর দাগনভূঞা স্বর্ণ ব্যবসায়ী সমিতি।

দাগনভূঞা উপজেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কায়েস রিপন, কাউন্সিলর নুরুল হুদা সেলিম ও দাগনভূঞা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে স্বর্ণ ব্যবসায়ী ছাড়াও বিপুল সংখ্যক ব্যবসায়ীরা অংশ নেন।

আবুল কায়েস রিপন অবিলম্বে অর্জুন চন্দ্র ভাদুড়ির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হত্যাকারী যেই হোক না কেন, আইন-শৃঙ্খলাবাহিনী তাদের সনাক্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে হত্যাকারী চিহ্নত হওয়া পর্যন্ত শক্তিশালী আন্দোলন গড়ে তোলবে।

প্রসঙ্গত, ঘটনার ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ