ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দাম কমছে ইলিশের 

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২২, ০৯:৪৫

সাগর ও নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ায় দাম কমছে।

শনিবার (১২ নভেম্বর) চাঁদপুর শহরের বড়স্টেশন মাছ ঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুরের স্থানীয় নদীর মাছ ছাড়াও হাতিয়া, সন্দ্বীপ থেকে ফিশিং বোট, ট্রলারে করে মাছ ঘাটে এসেছে। প্রতিটি বোটে রয়েছে ৫০-১০০ মণ ইলিশ। সড়ক পথেও আসছে পিকআপ ও ট্রাকভর্তি ইলিশ। এসব ইলিশ আনলোড করে আড়তের সামনে স্তূপ করে নিলাম করছেন ব্যবসায়ীরা।

মাছ ব্যবসায়ীরা জানায়, আগের তুলনায় ইলিশ কেজিতে ২০০ থেকে দেড়শ টাকা কমেছে। আজ ১ হাজার মণ ইলিশ সরবরাহ হয়েছে।

মাছঘাটে আসা স্থানীয় ক্রেতা মাওলানা মাজহারুল ইসলাম জানান, আগের তুলনায় মাছের দাম কম যাচ্ছে। প্রতি কেজি ৯৫০ টাকা করে ২৮ কেজি মাছ কিনেছি। যার দাম ধরা হয়েছে ২৭ হাজার ৫ টাকা। এগুলো আমি ঢাকায় পাঠাবো।

মাছ ব্যবসায়ী মনসুর জানান, চাঁদপুরে ইলিশের আমদানি বেড়েছে। আগের তুলনায় দাম অনেকটা কম। প্রতি কেজিতে দেড়-দুশ টাকা কমেছে। দুই-তিন দিন আগে এক কেজি ওজনের ইলিশের দাম ছিল ১২০০-১৩০০ টাকা। আজ দাম কমে ১১০০ থেকে সাড়ে ১১০০ টাকা বিক্রি হয়েছে। ৮-৯শ গ্রামের এক কেজি মাছের দাম আগে ছিল ১০০০-১০৫০ টাকা। বর্তমানে সাড়ে ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ