ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়ি ফেরা হলো না কুয়েট শিক্ষার্থী রাহুলের

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২২, ১৪:৩১

জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী রাহুল হোসেন (২৩) মারা গেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে জয়পুরহাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তানভীর হোসেন রাহুল (২৩) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে। সে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র ছিল রাহুল হোসেন। কুয়েটের একাডেমি পরীক্ষা শেষ করে গত বৃহস্পতিবার পরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি সীমান্ত এক্সপ্রেস ট্রেনে গ্রামের বাড়ি আসছিল সে।

ওই শিক্ষার্থীর মানিব্যাগে পাওয়া ট্রেনের টিকিট অনুযায়ী, খুলনা থেকে ঈশ্বরদী আসেন কুয়েট শিক্ষার্থী রাহুল হোসেন। সেখান থেকে সান্তাহার উদ্দেশে আবার ট্রেনে উঠেছেন সে। তারপর ট্রেনেই ঘুমিয়ে পড়েন। ওই অবস্থায় জয়পুরহাটে এসে পৌঁছালে তার ঘুম ভেঙ্গে যায়। দ্রুত জয়পুরহাট স্টেশনে নামার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে। সে সময় তার কাছে ছিল ব্যাগ, একটি ট্রেনের টিকিট, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন। তবে মোবাইল ফোন ও সিম নষ্ট হয়েছে।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন মুঠোফোনে বলেন, কুয়েটের একজন শিক্ষার্থী জয়পুরহাট স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে নিহত হয়েছেন। ময়নাতদন্তে শেষে আইনগত প্রক্রিয়ার পরিবারের নিকট ওই শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ