খুলনা উপকূলে নদীর স্বাভাবিক জোয়ারে প্রতিনিয়ত ভাঙছে বেড়িবাঁধ।
বুধবার (০৯ নভেম্বর) দিনগত রাতে কয়রার খাশিটানায় ভেঙে গেছে বাঁধ। এর আগে মঙ্গলবার দাকোপের পানখালিতে ভাঙন হয়।
এ প্রসঙ্গে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামে গত রাতে প্রায় ২০০-২৫০ হাত ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধের কাজ চলছে।
পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, এ বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার আগে ফাঁটল ধরলে আমি পাউবোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বললেও তারা এগিয়ে আসেনি। ফলে বাঁধটি মঙ্গলবার ভোরের ভাটায় নদীগর্ভে বিলীন হয়। পাশ দিয়ে দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করা না হলে যেকোনও মুহূর্তে বাঁধের বাকি অংশ বিলীন হয়ে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কর্মকার বলেন, পানখালিতে নদীগর্ভে বিলীন হওয়া বাঁধের ভাঙনের স্থলে বালু ভর্তি জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগ ফেলা হচ্ছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ