ময়মনসিংহে পাঞ্জাবিতে ময়লা ছিটিয়ে শামসুল আলম (৬০) নামে এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্রের সদস্যরা।
বুধবার (৯ নভেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর ছোট বাজার অগ্রনী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী শামসুল আলম ময়মনসিংহ নগরের আকুয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সার ব্যবসায়ী ও ঠিকাদার।
শামসুল আলম জানান, দুপুর দুইটার দিকে ছোট বাজার এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলেন শামসুল আলম। পরে পাঁচ লাখ টাকা অপর একটি ব্যাংকে জমা দেন। বাকি চার লাখ টাকা নিয়ে আরও একটি ব্যাংকে জমার দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় একদল ছিনতাইকারী শামসুল আলমের গায়ে থাকা পাঞ্জাবিতে কাদার মতো দেখতে ময়লা ছুড়ে মারে। পরে ছিনতাইকারীরা শামসুল আলমকে লক্ষ্য করে বলতে থাকে ‘পাঞ্জাবিতে ময়লা লেগেছে। পরিষ্কার করেন।’ ওই অবস্থায় শামসুল আলম কিছুটা ব্যস্ত হয়ে পড়লে ওই সুযোগে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন শামসুল আলম। ঘটনার পর ঘটনাস্থলের কাছে কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ। এটি ছিনতাই নয়, এক ধরনের প্রতারণা। এই চক্রটিকে ধরতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ