ময়মনসিংহের ফুলপুরে মাছ চাষের পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবুল মুনসুর (৩৮) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার শিলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল মনসুর শিলপুর গ্রামের মৃত আবুল কাশেম ফকির ও আমেনা খাতুনের ছেলে।
জানা যায়, আবুল মনসুর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নিজের মাছ চাষের পুকুরে পানি দিতে বৈদ্যুতিক মটর ছাড়তে যায়। মটর ছাড়ার সময় আবুল মুনসুর বিদ্যুতের তারে জড়িয়ে তাৎক্ষণিক মারা যান। পরে তার আত্বীয়রা তাকে পুকুরের পাড়ে মৃত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কিলো অফিসার এসআই মো. জাহিদ হাসান ও ইন্সপেক্টর তদন্ত আব্দুল মোতালেব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল প্রস্তুত করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের শরীরে বৈদ্যুতিক শকের পোড়া চিহ্ন দৃশ্যমান। বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ