ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চারশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার পেল সহায়তা

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২২, ১৮:৩১ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২, ১৮:৩৪

নওগাঁর পত্নীতলায় চারশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এগুলো বিতরণ করা হয়। এসময় তাদের মাঝে রুচি বৃদ্ধির ভিটামিন ও অ্যান্টিবায়োটিক ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, ফাতেমা জিন্না ঝরনা,পত্নীতলা ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা (ইএলও) ডা. মনিরুজ্জামান, ভ্যাটেনারি সার্জন ডা. রফি ফায়সাল তালুকদার, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, মৎস কর্মকর্তা আবু সাঈদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহলাদ কুমার, আদিবাসী নেতা সুধির তির্কী প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ