ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নান্দাইলে একদিনের কৃষক প্রশিক্ষণ

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২২, ১৭:২৬

২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে একদিনের নন গ্রুপের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন বুধবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।

অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসির সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আশরাফ উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ খামারবাড়ির উপ-পরিচালক মো. মতিউজ্জামান, সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, ডিপিডি মোস্তফা কামাল রুবেল, উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ রোপা আমনের আধুনিক জাত ও উৎপাদন কলাকৌশল, শাক সবজি চাষ, মাটি ব্যবস্থাপনা এবং ফসলের নিবিড়তা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে আলোচনা করেন।

এ প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ