দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়েছে রফতানিযোগ্য মূল্যবান দুটি লাল পোয়া মাছ।
সোমবার (৭ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্টে স্থানীয় জেলে আবদুল গনির ফিশিং ট্রলারে দুর্লভ প্রজাতির মাছ দুটি ধরা পড়ে। তিনি মাছ দুটির দাম হাঁকিয়েছে ১৫ লাখ টাকা। যদিও সেখানকার ব্যবসায়ীরা ১০ লাখ টাকায় কেনার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু জেলে আবদুল গনি আরো চড়া দামে বিক্রির আশায় মাছ দুটি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জেলে আবদুল গনির বাড়ি সেন্টমার্টিন দ্বীপে পশ্চিম পাড়া গ্রামে। নিজের মালিকানাধীন ফিশিং ট্রলারে জেলেদের নিয়ে তিনিসহ সাগরে মাছ আহরণ করেন। এর আগেও তার দুর্লভ প্রজাতির লাল পোয়া মাছ ধরা পড়েছিল।
২০১৮ সালে ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ ধরা পড়েছিল তার ট্রলারে। যেটি বিক্রি করা হয়েছিলো ১০ লাখ টাকায়। এছাড়াও ২০২০ সালে ধরা পড়েছিল আরো একটি লাল পোয়া মাছ। যেটি বিক্রি করেছিল ৬ লাখ টাকায়৷
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তারা মো. বদরুজ্জামান জানান, এই ধরনের পোয়া মাছ সহজে পাওয়া যায় না। এই মাছ সাগরের গভীরে থাকে। মাঝেমধ্যে ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে। লাল পোয়া মাছের বায়ুথলি সাধারণত এক ফুট পর্যন্ত লম্বা হয়। এই বায়ুথলি নানা রোগের চিকিৎসায় ব্যবহার হয়। সার্জিক্যাল মেডিসিন তৈরি করা হয়। ফলে লালপোয়া মাছের দাম অনেক বেশি।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ