ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২২, ১৯:২৯

বগুড়ার শেরপুরে নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে এক স্যানিটারি মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মো. মঞ্জু মিয়া (২৮)।

সোমবার (৭ নভেম্বর) দুপুরের দিকে শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করে জানান, নয়াপাড়া এলাকার ওই ভবনটির মালিক মোজাহিদুল ইসলাম। তবে তিনি ঢাকায় থাকেন। তাই তার ভগ্নিপতি আব্দুল মালেক ভবন নির্মাণ কাজটি দেখাশোনা করেন। ঘটনার দিন সকালে দুইজন স্যানিটারি মিস্ত্রি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। একপর্যায়ে তিনতলার ছাদে গিয়ে পাইপ লাইনের কাজ করছিলেন তারা। এসময় মিস্ত্রি মঞ্জু মিয়ার হাতে থাকা একটি কাঁচা বাঁশের লাঠি অসাবধনতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ