ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন ঈশ্বরদীর চাষিরা

প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২২, ১৭:৪৭

ঈশ্বরদীতে আগাম শীতকালীন সবজির চাষ হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে সবজি চাষিরা ভালো ফলনের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। শীতকালীন আগাম গাজর, ফুলকপি ও বাধাকপি পরিচর্যায় ব্যস্ত রয়েছেন কৃষক। সবজির আবাদের জন্য অনেক গ্রাম এখন সবজি পল্লি নামে পরিচিতি লাভ করেছে।

কৃষকরা আগাম সবজি চাষে ভালো ফলন ও ন্যায্য বাজারদর পাচ্ছেন। বিষমুক্ত সবজি উৎপাদনকে লক্ষ্য করে এই উপজেলার বিভিন্ন গ্রামে আগাম সবজির চাষ হচ্ছে। আগাম শীতকালীন সবজির চাষ লাভজনক হওয়ায় দিন দিন এর চাষ বৃদ্ধি পাচ্ছে।

ঈশ্বরদী উপজেলার চাষি বাসিদুল ইসলাম বলেন, মানুষকে বিষমুক্ত সবজি খাওয়ানোর উদ্দেশ্যে আমি ২ একর জমিতে ৪০ হাজার ওলকপি, ফুলকপি ও বাধাকপির চাষ করছি। আশা করছি, ১ মাসের মধ্যে জমি থেকে তুলতে পারব। আর প্রায় ৮-১০ লাখ টাকার সবজি বিক্রি করতে পারব।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ৩ হাজার ২২৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে আরও বেশি জমিতে। এর মধ্যে ২ হাজার হেক্টর জমিতে আগাম সবজির আবাদ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মিতা সরকার বলেন, আগাম শাক-সবজির মধ্যে ফুলকপি, বাধাকপি ও টমেটো, মুলা ও গাজর চাষ হয়। এর মধ্যে আগাম ফুলকপি ও বাধাকপির চাষ বেশি করা হয়। স্বল্প মেয়াদি সবজির আবাদ কৃষককে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে। ফুলকপি ও বাধাকপির বাজারমূল্য ভালো পায় বলে দিন দিন এর চাষ বৃদ্ধি পাচ্ছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ