ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কন্যামণ্ডল গ্রামের মকবুল হোসেন। দিনের বেলায় সেলুনে চুল কাটেন। রাতের বেলায় অটো ছিনতাই ও চালককে হত্যার মতো ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। মকবুল আন্তঃজেলা অটো ছিনতাইচক্রের দলনেতা। তিনি খুন, ডাকাতি ও অস্ত্র মামলার মতো বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া।
পুলিশ সুপার বলেন, ‘৩১ অক্টোবর পাগলা থানা এলাকায় খুরশিদ মহল ব্রিজের পাশে পাওয়া যায় গফরগাঁও এলাকার অটোচালক নাসির উদ্দিনের মরদেহ। পরে তার ছোট ভাই পহেলা নভেম্বর পাগলা থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। সেই মামলায় হত্যাকাণ্ডে জড়িত গফরগাঁওয়ের মকবুল হোসেন (৫৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাবেদ, কাজল মিয়া ও মো. শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।’
পুলিশ সুপার মাছুম আহমেদ বলেন, মকবুল হোসেন দিনের বেলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পুলের ঘাট বাজারে একটি সেলুনে কাজ করতেন। এর আড়ালে মকবুল হোসেন আন্তঃজেলা অটো ছিনতাই, চালক বা মালিককে খুন করে আসছিলেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ