ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকার আরো একটি পাতানো নির্বাচন চায় : ভিপি নুর

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৮:৪৮

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ইভিএম ব্যবহার করে সরকার আরো একটি পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চায়। ইভিএম হচ্ছে ইলেক্ট্রনিক্সের ভ্যালকীবাজির মেশিন। জনগণ বুঝে গেছে এই ইভিএম ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

শনিবার (৫নভেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্টাবার্ষিকীর অনুষ্টানে হবিগঞ্জে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, দুর্নীতি আর লুঠপাট করে এই সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ এখন দেওলিয়ার পথে। প্রশাসনের প্রতিটি স্তরে দলীয় করণ করে প্রশাসন যন্ত্র ভেঙ্গে দিয়েছে এই সরকার।

তিনি আইয়ামে জাহিলিয়াতের সময়ের কথা উল্লেখ করে বলেন, এই ফ্যাসিস্ট সরকার দেশকে আওয়ামী জাহিলিয়াতের দেশে পরিণত করেছে। এই দেশে এখন আর গণতন্ত্র নেই। সবই পরিবারতন্ত্রে পরিণত হয়েছে।

বিরোধী দলীয় নেতাকর্মীদের কথা উল্লেখ করে ভিপি নুর বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক লোক গুম খুনের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কথা উল্লেখ বলেন, শেখ হাসিনা অন্যান্য হত্যাকাণ্ডের বিচার করলেও গত ১৩ বছরে দেশের সাবেক সফল অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার করনেনি। আমরা ক্ষমতায় আসলে কিবরিয়াসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।

জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুর বারী নোমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেন জীবন এ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আহবায়ক ড. রেজা কিবরিয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যারিস্টার জিসান মহসিন, নাজমুস সাকিব, সরকার নুর এ এরশাদ, শহিদুল ফাহিম, সোহরাব হোসেন, ডা. আজাদ আলী সুমন, আব্দুল্লাহ আল মামুন, শাহাব উদ্দিন শুভসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ