ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী 

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৬:৪৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশকে পরাধীন থেকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়ে ছিলেন ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সুখী, সমৃদ্ধ স্বাধীন একটি বাংলাদেশের। সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকার কাজ করছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হল রুমে ৫১তম জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদে ভাইস-চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সমবায়ী বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম। পরে কৃষিমন্ত্রী সেরা সমবায়ীদের হাতে ক্রেস্ট প্রদান করেন।

এদিন সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করে একটি র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ