ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাটকা পরিবহনের দায়ে ৩ ব্যক্তিকে কারাদণ্ড

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৫:০১

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৬ মন জাটকা ইলিশসহ একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-৩০০১) জব্দ করেছে মৎস্য বিভাগ।

শনিবার (৫ নভেম্বর) ভোররাতে শেখ কামাল সেতুর টোল পয়েন্টে মৎস্য বিভাগ ও কলাপাড়া থানা পুলিশ এ যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নীলগঞ্জ এলাকায় এসব মাছ আটক করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে ট্রাকচালক স্বপন (৪২), সহকারী ওহিদুল (৪৬) ও লাইনম্যান রাজুকে (২১) ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য। পরে বেলা এগারোটায় থানা প্রাঙ্গনে এসব মাছ বিভিন্ন এতিম খানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

এদিকে দণ্ডপ্রাপ্ত লাইনম্যান রাজু জানান, তিনি বরিশাল হাতেম আলী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। চাচার বদলি হিসেবে দায়িত্ব পালন করতে গেলে ফেঁসে যান তিনি।

ড্রাইভার স্বপন জানান, মহিপুর ট্রান্সপোর্ট থেকে জলিল নামের এক ব্যক্তি বড় ইলিশসহ সব ধরনের মাছের কথা বলে তাদের গাড়িতে করে ভাঙ্গা পর্যন্ত মাছ পৌঁছে দেওয়ার চুক্তি করেন। কিন্তু যাত্রাপথে প্রশাসনের অভিযানে ফেঁসে যান তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে জাটকা পরিবহনের দায়ে তিন জনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ