ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুরুদাসপুরে স্যালো মেশিনে গলার মালা পেঁচিয়ে জেলে নিহত

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৪:৫১ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২, ১৪:৫৮

নাটোরের গুরুদাসপুরের নদীতে মাছ ধরতে গিয়ে স্যালো মেশিনের সঙ্গে গলার মালা পেঁচিয়ে মো. মহিরুল আকন্দ (৫২) নামের এক জেলে মারা গেছেন।

শনিবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর এলাকার আত্রাই নদীতে এ ঘটনা ঘটেছে।

নিহত মহিরুল সাহাপুর গ্রামের মৃত পিয়ার আকন্দের ছেলে।

জানা গেছে, সাহাপুর এলাকার আত্রাই নদীতে স্যালো ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাছ শিকার করছিলেন মো. মহিরুল আকন্দ। মাছ শিকারের একপর্যায়ে নৌকার ইঞ্জিনের কাছে পৌঁছালে গলায় থাকা মালা মেশিনের পাখার সঙ্গে পেঁচিয়ে যায়। পরে নৌকায় থাকা অন্য জেলেরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ