ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সালথায় উপনির্বাচনে কেন্দ্র ভোটারশূন্য 

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৪:৩১ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২, ১৪:৩৮

ফরিদপুর-২ আসনের সালথায় উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই ভোটারদের উপস্থিতি রয়েছে শূন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জীবাংশু দাস বলেন, সকাল থেকেই ভোটারের সংখ্যা কম, বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত এই কেন্দ্রে মোট ১৩৪ জন ভোট প্রয়োগ করেছেন।

জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৪০জন । এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ হাজার ৫৩ জন এবং নারী ভোটার ৬৩ হাজার ৪০৭ জন।

নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

প্রসঙ্গত, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ