চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই এর সহায়তায় শুল্ক গোয়েন্দারা শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে ২,৫১,৭৯০ দিরহাম ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে। বাংলাদেশি টাকায় উদ্ধারকৃত দিরহামের মূল্যমান ৭৩ লাখ টাকার বেশি।
শনিবার (০৫ নভেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক বশীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুল্ক গোয়েন্দাদের একটি দল আজ ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনা করে।
আটক যাত্রীর গ্রামের বাড়ি সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়। তার কাছ থেকে ৬টি মোবাইল ফোনও পাওয়া যায়। এই যাত্রী ২০২২ সালে মোট ছয় বার আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ