নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মেঘনা নদীতে দুই দফায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলেছে নৌ-পুলিশ। এর আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ-পুলিশ। এর আগে, গতকাল বুধবার উপজেলার মাইচ্যা মার্কেট ও বউ বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ-পুলিশ। পরে, জব্দকৃত জাল দুই দফায় আগুনে পুড়িয়ে দেয় নৌ-পুলিশ।
হাতিয়া নলচিরা নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী বলেন, হাতিয়ার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ও গতকাল অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশ সদস্যের একটি দল। এসময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরও বলেন, স্থানীয়দের উপস্থিতিতে এ জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ