রাজশাহী-১ আসনে এমপি নির্বাচন করতে চান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে তানোর উপজেলার মুন্ডুমালায় স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি টুর্নামেন্টে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মাহি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমি আদর্শিত। সে বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে। আমি যদিও পলিটিক্স বুঝি না, তবুও আমি স্টার্ট করেছি। আমি মানুষের সেবা করতে চাই। আমি দেখি যে পলিটিক্স আসলে মানুষের সেবা করা।
রাজনীতিতে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, আমাদের বঙ্গবন্ধু যেটা করেছেন; নিজের জীবনটাকে, নিজের যৌবনটাকে ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। সেই বিষয়টাকে আমি রাজনীতি হিসেবে দেখি।
ভবিষ্যতে এমপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার বিষয়ে জানতে চাইলে বলেন, আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চায়, আমাকে ভালোবাসে অবশ্যই সেটা হতে পারে, ইনশাল্লাহ।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মুন্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে কাবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছে রাজশাহীর নয় উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল। অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফালগুনী হামিদ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
বিকালে সমাপনী অনুষ্ঠানে স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়িকা মাহিয়া মাহির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, নায়িকা মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তাঁর জন্ম পার্শ্ববর্তী তানোর উপজেলার মুন্ডুমালায় নানা বাড়িতে। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের আহ্বায়ক।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ