ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জঙ্গিবাদ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে : আইজিপি 

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২২, ১৮:০৮

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আমরা অপরাধে জিরো টলারেন্স নীতি মেনে দায়িত্ব পালন করি, আপনারা দেখেছেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হলি আর্টিজনের ঘটনার পর আর কোনো বড় ঘটনা ঘটেনি, এর মানে এই যে প্রধানমন্ত্রী নির্দেশনায় তার জিরো টলারেন্স নীতির আলোকে আমরা বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান, সকল গোয়েন্দা সংখ্যা, জনপ্রতিনিধিরা একই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। সবাই একযোগে কাজ করার কারণে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রয়ে আছে৷

শুক্রবার সকালে সংক্ষিপ্ত সফরে সুনামগঞ্জে পুলিশ লাইন্সের ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি আগেই বলেছি পেশাদার বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময় হোক বা সাধারণ সময় হোক কখন কিভাবে দায়িত্ব পালন করতে হয় আমাদের প্রশিক্ষণ মডিয়লে দেয়া থাকে, আলহামদুলিল্লাহ আমি বলবো বর্তমানে আইনশৃঙ্খলা যেভাবে নিয়ন্ত্রণে আছে আগামী দিনেও এভাবে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, র‍্যাপিড একশ্যান ব্যাটেলিয়নের উপ পরিচালক লে. কামান্ডার সিঞ্চন চৌধুরী প্রমুখ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ