ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২২, ১৫:৪৯
ছবি : নিহত সিরাজুল ইসলাম

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোটভাই সিরাজুল ইসলামকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম বকুল বলেন, আমার স্বামী ও আমি ঘরে ছিলাম। এসময় তাঁর বড় ভাই তাজুল ইসলাম (৬০), স্ত্রী রহিমা বেগম (৪৫), তার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও আবির (২৪) মিলে আমাদের ঘরে জোরপূর্বক প্রবেশ করে আমার স্বামী সিরাজুল ইসলামকে মারধর করে। একপর্যায়ে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলে। আমার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে আমি ও বাড়ির লোকজন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে আসি। কয়েক বছর যাবৎ আমার ভাসুরদের সাথে আমাদের ৬শতক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনাজ সুলতানা বিপাশা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজুল ইসলামকে নিয়ে আসলে ইসিজি করে নিশ্চিত হই হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান।

নিহতের ভাতিজা ওমর ফারুক জানান, আমার চাচা সিরাজুল ইসলাম একজন ওমান ফেরত প্রবাসী। তার স্ত্রী মাকসুদা বেগম একজন গৃহিনী, বড় ছেলে সিয়াম মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে শান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্বামীকে হারিয়ে ছেলেদের নিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে পরিবারটি। আমরা এর সঠিক বিচার চাই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ