ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কমলগঞ্জে বন্দুকসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ২০:৩৩ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ২০:৩৮

কমলগঞ্জের বাগাছড়া চা বাগানের রাঙ্গে নামক এলাকা থেকে ৬টি একনলা বন্দুকসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার টার দিকে স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়ার নেতৃত্বে স্থানীয়রা তাদেরকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

আটককৃতরা হলেন নিরঞ্জনিয়া (২৭), সামরাইল (২১), সমিরন রিয়ং (৩০), মতেদ্র রিও (২১)।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাগাছড়া চা বাগানের রাঙ্গে নামক এলাকায় ভারতীয় অনুপ্রবেশকারী ৬ জন একটি বানর শিকার করে। পরে তারা ওই বানরটি পুড়িয়ে খাওয়ার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে। এ সময় দুজন পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়াকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেন। খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ থানা পুলিশ ও পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।

আলাপকালে স্থানীয়রা জানান, প্রায় সময় ভারতীয় অনুপ্রবেশকারীরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বনের পশুপাখি শিকার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া বলেন, ভারতীয় ৬ সদস্য ছিলো। ধাওয়া খেয়ে ২ জন পালিয়ে গেছে।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিজিবি কুরমা ক্যাম্প কমান্ডারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ