ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিশোরগঞ্জে জেল হত্যা দিবস পালিত

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ১৯:০৯

১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় শহীদ সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতাকে হত্যায় জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবি জানিয়ে কিশোরগঞ্জে জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা কৃষকলীগের সভাপতি আহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগমসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এ শ্রদ্ধায় অংশ নেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ