ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাবনায় জেলহত্যা দিবস পালন

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ১৮:৪৭

পাবনায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করাসহ দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পরে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ. স. ম. আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সহ সভাপতি আব্দুল মোমেন নান্নু, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, জেলা শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা খানম শেফালী প্রমুখ।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ