জেলহত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চিংকিউ রোয়াজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক কুমার চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সামশুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল জব্বার সুজন প্রমূখ।
বক্তারা বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর নির্দেশনায় তার অবর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা সংগ্রাম বাস্তবায়ন করেছেন। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর খুনিরা ক্ষমতার প্রলোভন দেখিয়ে জাতীয় চার নেতাকে ক্ষমতায় বসার আহ্বান জানান। এ আহ্বান তারা প্রত্যাখ্যান করায় রাতের আঁধারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গর্জে উঠতে জাতীয় চার নেতার আদর্শ বুকে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ