ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ময়মনসিংহে যথাযথ মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ১৭:০৮ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ১৭:২১

ময়মনসিংহে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জেলহত্যা দিবস।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরীর টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।

পরে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন শোক র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ছাড়াও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে জাতীয় চার নেতা স্মরণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ