ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সাইকেল বিক্রি করে অসহায় শিক্ষার্থীর পাশে অন্তর

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ১৬:১৭

দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া গ্রামের নার্সিং পড়ুয়া শিক্ষার্থী শিলা দেবী হাজং। মানবসেবায় কাজ করার লক্ষে পরিবারের অভাব অনটনের মধ্যদিয়ে ২০১৯ সালে ভর্তি হন নার্সিং ইন্সটিটিউশনে। তার পড়াশোনার খরচ বহন করত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার ভাই গামেন্টর্স কর্মী রঘুনাথ হাজং। পরিবারের ভরণপোষণ করতে গিয়ে ঠিকমত বোনের পড়াশোনার মাসিক খরচ পরিশোধ করতে পারেনি। যার ফলে ৩ বছরে বকেয়া দাঁড়ায় প্রায় দেড় লক্ষ টাকা।

এমন দুর্ভিষহ পরিস্থিতে প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করার জন্য মানবিক সাহায্যে চেয়ে ফেইসবুক পোস্ট দেন তার ভাই রঘুনাথ হাজং। পোস্টটি নজরে আশায় তাৎক্ষনিক সাড়া দেন খুজিগড়া গ্রামের সচেতন যুবক অন্তর হাজং। নিজের যাতায়াতের সাইকেলটি বিক্রির টাকা দিয়ে ঐ শিক্ষার্থীর পাশে দাঁড়ান।

অন্তর হাজং বলেন, আমি আমার সামর্থ অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। এছাড়াও আমি আমার পরিচিত জনদের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করেছি, যা অব্যাহত আছে। একই সাথে প্রতিষ্ঠান প্রধানকে মানবিক হওয়ার আহব্বান জানাই। আমি আশাকরি নার্সিংপড়ুয়া এই শিক্ষার্থীর পাশে দাঁড়াবেন সমাজের বিত্তবান ব্যক্তিরা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ