ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পত্নীতলায় জেলহত্যা দিবস পালিত

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ১৫:১০

নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নাজিরপুর বাসস্ট্যান্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত, জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, তথ্য-গবেষনা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, শ্রম বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মজিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম, যুব লীগের যুগ্ম আহবায়ক বিমান কুমার, যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক সালমা আক্তার সুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ