সুনামগঞ্জ জেলার দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক শহীদ মিয়াকে (২৭) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সুনামগঞ্জ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন। মামলার বাকি দুই আসামি বাসের হেলপার রশিদ মিয়া (৩৪) ও কন্ডাক্টর আবু বকরকে খালাস দিয়েছেন আদালত।
এ তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায়।
উল্লেখ্য, ২০২০ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে (সিলেট জ-১১০৭২৩) আসছিলেন এক কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। সম্ভ্রম বাঁচাতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই ছাত্রী। এ ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাবা বাসের চালক, হেলপারসহ অজ্ঞাত পরিচয় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ