পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউপিতে উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) ভোট গণণা শেষে উপজেলা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বেসরকারি ভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান মটোরসাইকেল প্রতীক নিয়ে দুই হাজার ৯২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিনা রশিদ শিরিন পেয়েছেন দুই হাজার ৭৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৮৬ ভোট বেশি পেয়ে তিনি (মোস্তাফিজ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও হাত পাখা প্রতীকে মিজানুর রহমান দুই হাজার ২৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের শাহেদুল ইসলাম সোহেল এক হাজার ৮৬৪ ভোট পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে।
বিজয়ী মোস্তাফিজুর রহমান ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নৌকা প্রতীক না পাওয়ায় তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন। পরে উপজেলা আওয়ামী লীগ তাকে দলীয় সকল সদস্য পদ থেকে বহিস্কার করেন।
উল্লেখ্য, আমড়াগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদের মৃত্যুতে নির্বাচন কমিশন থেকে গত ২৫ সেপ্টেম্বর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বুধবার ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ